জার্নাল ডেস্ক – ১২ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে রামু তুলাবাগান হাইওয়ে থানার পুলিশ। এ সময় ১টি প্রাইভেট কার গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে তুলাবাগান হাইওয়ে থানার সামনে কক্সবাজার যাওয়ার পথে একটি প্রাইভেট কার গাড়িতে তল্লাশী করে বিশেষ কায়দায় গ্যাস সিলেন্ডারে লোকানো ১২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
তুলাবাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
আটক ইয়াবাকারবারীরা হলো নড়াইলের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও একই এলাকার আবু বক্করের মেয়ে আসমা আক্তার সানিয়া (৩২)৷
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
ওসি মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। আমরা দেশের আইনশৃংখলা বাহিনী হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলার দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-