জেলা প্রশাসনের নিকট অভিযোগ

উখিয়ায় এনজিও কর্মজীবি নারীরা রহস্যজনক চাকুরীচ্যুত

আবদুল্লাহ আল আজিজ :

উখিয়ায় বিভিন্ন এন.জি.ও সংস্থায় কর্মরত স্থানীয় কর্মজীবি নারীদের রহস্যজনক চাকুরীচ্যূত করা হচ্ছে। অনাকাঙ্খিত ও কোন প্রকার দোষ ত্রুটি ছাড়াই চাকুরীচ্যূত করার ঘটনা নিয়ে গত এক ফেব্রুয়ারী সকাল ১১ টায় রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের দুদু মিয়ার স্বামী পরিত্যাক্ত মেয়ে দুই সন্তানের জননী মরিয়ম বেগমের হৃদক্রীয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়। সে কুতুপালং এমএসএফ হাসপাতালে কর্মরত ছিল। তার অকাল মৃত্যুতেু তার ২টি এতিম সন্তানের ভবিষ্যত কি হবে তা নিয়ে পরিবারের মাঝে চলছে নানা উদ্বেগ উৎকন্ঠা।

অনুরুপভাবে পালংখালী ইউনিয়নের মৃত আইযুবুল ইসলাম চৌধুরীর মেয়ে তাসলিমা আকতার চৌধুরী চাকুরী চূত্য হয়ে গত বুধবার কক্সবাজার জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ করেছে।

অভিযোগের সূত্রে জানা যায় তসলিমা এনজিও সংস্থা এ্যাকশন এইডের আওতাধীন ফ্যাসিলিটেটর পদে চাকুরী করে আসছে দীর্ঘ এক বছর ধরে। সে জানান ভূয়া অভিযোগের মাধ্যমে ঐ এনজিও সংস্থার কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা তাদের আত্বীয় স্বজনদের চাকুরীতে নিয়োগ দেওয়ার জন্য তাকে অন্যায়ভাবে চাকুরী চূত্য করা হয়েছে। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

আরও খবর