গাঁজা পাচারে শিশুদের ব্যবহার, আটক ৪

কক্সবাজারে তিন শিশুর শরীরে ছয় কেজি গাঁজা!

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার পৌরশহরের নারায়ন চৌধুরীর বাসা থেকে বুধবার সকালে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন শিশু ও এক তরুণ।

আটকরা হলেন- চকরিয়া পৌরসভার হিরো চৌধুরীর ছেলে নারায়ন চৌধুরী, চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদের রিদুয়ান আক্তারের মেয়ে রুখসানা আক্তার তাসপিয়া, কোহিনুর আক্তার, একই এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরুর মেয়ে পারুল আক্তার।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কক্সবাজার জার্নালকে বলেন,  গোপন সংবাদে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি চালিয়ে তরণ নারায়নের কাছে এক কেজি ও তিন শিশুর পায়ে বাঁধা অবস্থায় দুই কেজি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

আরও খবর