পপিকে পা ধরে মাফ চাইতে বললেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক : ড. মাহফুজুর রহমান বলেন, ‘পপি একটি ছবি দিয়েছিল, যেখানে দেখা যাচ্ছে আমি তাকে মেকআপ করে দিচ্ছি। আর লিখেছিল এখন থেকে পপির নতুন মেকঅ্যাপম্যান মাহফুজুর রহমান। ওই শয়তান মেয়ে এটা করছে। ওর এই জিনিসটা করা খুবই জঘন্যতম কাজ হইছে। কত বড় জঘন্য কাজ করছে। তারপর থেকে পপিকে আমি এই এরিয়ার মধ্যে ঢুকতে দেয় না’।

তিনি আরও বলেন ‘সে এমনও বলছে চেয়ারম্যান স্যারের পা ধরে আমি মাফ চাইব। পপির মত একটা শিল্পী আমার পা ধরে মাফ চাইবে! আমি বলেছি যখন পা ধরে মাফ চাইবে তার ভিডিও আমি টিভিতে দেখাব। যদি সে এটা দেখায় তাহলে আমি মাফ করব, না হলে করব না। দর্শক দেখুক, ভুলের জন্য পপি মাহফুজুর রহমানের পা ধরে মাফ চাচ্ছে। হারামজাদী পপি। পরপর ৫টা ছবিতে আমি তাঁকে নিয়েছি’।

নব্বই দশকের নায়িকা সাদিকা পারভিন পপি একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল । ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। এরপর এক এক করে চলচ্চিত্র অঙ্গনকে দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল ছবি।

‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

আরও খবর