সংসদে মাশরাফি

ডেস্ক রিপোর্ট – প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার বিকাল ৫টায় সংসদে প্রবেশ করেন তিনি। এদিন সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও বিপিএলের ব্যস্ততার কারণে আজই প্রথম সংসদ অধিবেশনে যোগ দিলেন মাশরাফি।

এদিন সংসদে যোগ দিলেও মাথায় ক্রিকেটের নানা সমীকরণ মাশরাফির মাথায়। কারণ বুধবারই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার দলের। বিপিএলের ফাইনালে যেতে হলে ঢাকার বিপক্ষে বুধবার জিততেই হবে মাশরাফির রংপুর রাইডার্সকে। ওদিকে ৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাবেন তিনি।

হঠাৎই রাজনীতিতে যোগ দেন মাশরাফি। বিপুল ভোটে নির্বাচিত হন সংসদ সদস্য। তবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট নিয়েই থাকতে চান, বারবার কথাটা জানিয়ে দিয়েছেন মাশরাফি।

আরও খবর