ভ্যানিটি ব্যাগে সাঁজগোছের উপকরণের বদলে ২ হাজার ইয়াবা

জে.জাহেদ, চট্টগ্রাম :

স্বভাবগত ভাবে ভ্যানিটি ব্যাগে মহিলাদের সাঁজগোজের উপকরণ থাকার কথা। কিন্তু ধৃত মহিলাটির লাল রঙের ভ্যানিটি ব্যাগে পাওয়া যায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

এত কৌশল আর অভিনব পদ্ধতি নিলেও তীর্যক পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি। ইয়াবা সহ আটক হলেন কর্ণফুলী থানা পুলিশের হাতে।

সোমবার সকাল সাড়ে ৯টায় কর্ণফুলীর তৈয়ব শাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করেন পুলিশ।

গ্রেফতারকৃত মহিলার নাম আনার কলি (১৮)। সে কক্সবাজার টেকনাফ উপজেলার কাটাখালী এলাকার জাকির ইসলামের স্ত্রী বলে জানা যায়।

অভিযানে নেতৃত্ব দেয়া কর্ণফুলী থানার স্পেশাল টিমের চৌকস পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘সন্দেহজনক হওয়ায় ওই মহিলাকে আটক করে তল্লাশি কালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ হতে নিজে হাতেই ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট বের করে দেন।’ যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আটক আনার কলির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান উক্ত পুলিশ কর্মকর্তা।

আরও খবর