ইয়াবা নিয়ে টেকনাফের জিয়াউর আটক

চট্টগ্রাম : টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নগরীতে প্রবেশের সময় জিয়াউর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত যুবকের নিকট থেকে ১৮০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আজ রবিবার সকাল ১০টায় নগরীর প্রবেশদ্বার বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া টেকনাফ উপজেলার নীলা এলাকার লাল মোহাম্মদ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার পরিচালক শওকত ইসলাম বলেন, জিয়াউর রহমান টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য নগরীতে নিয়ে এসেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গেফতার করা হয়।

আরও খবর