নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, ফাতের ঘোনায় বিনা নোটিশে অসহায় হত-দরিদ্র মানুষকে উচ্ছেদ করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক ও দুঃখের। পাহাড়খেকোদের বিরুদ্ধে এই অভিযান হলে কোন দ্বিমত থাকতো না। কিন্তু হঠাৎ অসহায় মানুষগুলো ভিটে বাড়ি হারিয়ে নির্বাক হয়ে পড়েছে। তাদের বর্তমানে কোন মাথা গোজার ঠাঁই নেই। কনকনে শীতে পরিবার পরিজন নিয়ে মানুষগুলো অনাহারে দিনাতিপাত করছে। তাদের কি দোষ।
আগে কক্সবাজারের সকল পাহাড়খেকোদের আইনের আওতায় হোক। তিনি দুদক চেয়ারম্যানের প্রতি সরেজমিন পরিদর্শন করে সন্তোষজনক সমাধানের জন্য অনুরোধ জানান। শনিবার বিকালে লাইট হাউজস্থ ফাতের ঘোনায় উচ্ছেদকৃত অসহায় মানুষের বাড়ি-ঘর পরিদর্শন শেষে উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি সবাইকে শান্তনা দিয়ে বলেন, আপনার কেউ ভীত হবেন না। শীঘ্রই এ ঘটনার সুষ্ঠু সমাধান হবে। তিনি আশপাশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানান। এসময় কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-