মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়েই মারা গেলেন বাবা

ডেস্ক রিপোর্ট – এসএসসি পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাবা। এ ঘটনায় বিষাদের ছায়া নেমে এসেছে পরীক্ষা কেন্দ্র ও বাবা-মেয়ের গ্রামে।

ঐ এসএসসি পরীক্ষার্থীর নাম উর্মি খাতুন। তার বাবার নাম খোকন সরদার। সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে তাদের বাড়ি। উর্মি ডুমুরিয়া হাইস্কুলের ছাত্রী।

শনিবার (২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে পাইকগাছা উপজেলার  রাড়লি কাটিপাড়া এসএসসি পরীক্ষার কেন্দ্রে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বাবা খোকন সরদার তার মেয়েকে পরীক্ষা হলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। কেন্দ্রের মাঠ পেরিয়ে রাস্তায় আসতেই তিনি পড়ে যান। তখন পথচারীরা তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে  যান।

ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক খোকন সরদারকে মৃত ঘোষণা করেন। খোকন সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

আরও খবর