শাহীন মাহমুদ রাসেল :
কক্সবাজার সদরের বাংলাবাজারে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ১২ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কক্সবাজার-ঢাকা রোড়ের শ্যামলী পরিবহনের (ঢাকা-মেট্রো থ ১৫-১৬০৩) একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের বাংলাবাজার গ্রামীনব্যাংকের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের ১২ জন যাত্রী আহত হয়।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি টিম বাসটি উদ্ধারে কাজ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-