টেকনাফ মডেল থানায় ওসি প্রদীপসহ ৩ পুলিশ কর্মকর্তার পদক লাভ

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

আগামী ৪ ফেব্রুয়ারী’ ১৯ নিজ কর্মের সাহসীকতা ও দক্ষতার জন্য প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন,বাংলাদেশ পুলিশ বাহিনীর,টেকনাফ মডেল থানার (৩ লড়াকু সৈনিক)।

.মাদক কারবারীদের আতংক টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি পাবেন সাহসীকতায় (বিপিএম) পদক।
.অত্র থানার দায়িত্বরত অভিজ্ঞ সেকেন্ড অফিসার এস,আই মোঃ রাসেল আহাম্মদ। তিনি পাচ্ছেন (পিপিএম) সেবা পদক।
.শান্ত প্রিয় চৌকশ অফিসার এস,আই শরিফুল ইসলাম পাচ্ছেন নিজ কর্ম দক্ষতার,(পিপিএম) পদক।

পদক পাওয়া তিন কর্মকর্তা অভিমত প্রকাশ করে বলেন,আমরা যেন অত্র এলাকার মাদক পাচার প্রতিরোধ,সন্ত্রাস দমন ও আইন-শৃংখলা পরিস্থিতি ভাল রাখার পাশাপাশি নিজ কর্মস্থলের ধারাবাহিক সফলতা অক্ষুন্ন রেখে অত্র উপজেলার সাধারন মানুষের জানমার রক্ষার্থে কঠোর ভুমিকা পালন করতে পারি। তারা জনগনের কাছে সেই সহযোগীতা কামনা করেছেন।

এদিকে টেকনাফ মডেল থানার এক সাথে ৩ পুলিশ কর্মকর্তার পদক লাভ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর অত্র এলাকার সু-শীল সমাজের ব্যাক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, তাদের এই সফলতার জন্য আমরা টেকনাফবাসী গর্বিত। দোয়া করি মাদক পাচার প্রতিরোধে কঠোর ভুমিকা পালন, অপরাধ দমন ও সাধারন মানুষের সেবা করে তাদের এই সফলতা অব্যাহত থাকুক।

তারা আরো বলেন,চিহ্নিত অপরাধীদের আটক করতে গিয়ে বিনা অপরাধে কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেই দিকটা বিবেচনা করে মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

আরও খবর