বিশেষ প্রতিবেদক : ধর্মীয় লেবাসে ইয়াবা পাচার করতে গিয়ে নুরুল হক (৫৫) নামে এক ব্যক্তি কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হয়েছে। তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়াস্থ জিনজিরা পাড়া এলাকার মৃত অলি আহমদের পুত্র।
৩০ জানুয়ারী বুধবার দুপুর আড়াইটার দিকে লিংক রোড এলাকা হতে তাকে আটক করা হয়।
এদিকে গত কয়েকদিন আগে চট্টগ্রামের কর্ণফূলী থানা এলাকায় ধর্মীয় লেবাসধারী এক ব্যক্তি ইয়াবা সহ আটক হওয়ার পর পুলিশের কাছে ইমাম পরিচয় দেয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আরো এক ধর্মীয় লেবাসধারী ইয়াবা সহ আটক হওয়ায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ধর্মের লেবাসধারী ইয়াবা পাচারকারীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা।
এদিকে জাদিমুড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ধৃত ব্যক্তি ধর্মীয় লেবাস ধারন করলেও সে কোন আলেম বা মাওলানা নয়। এক সময় সে জেলে কাজ কাজ করে জীবিকা নির্বাহ করতো। মাঝে মধ্যে তাকে বাজারে মাছ বিক্রি করতেও দেখা যায় বলে জানিয়েছে এলাকাবাসী। তবে কখন কিভাবে সে ইয়াবা পাচারে জড়িয়ে পড়ে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-