ডেস্ক রিপোর্ট- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত গুলাগুলিতে সোহেল রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, সোহেল রানা শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে ‘গুলাগুলির ’ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দিবাগত রাত দুইটা ২০ মিনিটের দিকে জেলার পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামে র্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর ‘গুলাগুলি’ হয়। এ ঘটনায় পাঁচবিবির অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানা (৪২) গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র্যাবের দুজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-