কক্সবাজারে ২৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

মুহিববুল্লাহ মুহিব :

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ৯৮ হাজার কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা। এসময় তিনি ৭০ বান্ডেলে ৯৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন নামে অবৈধ মাছ শিকারে এসব কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারেন্ট জালগুলো জব্দ করা হয়েছে।

জব্দকৃত জালের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

আরও খবর