নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের উখিয়ায় মঙ্গলবার দুপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ সোহেল (১৯) টেকনাফের কাটাখালী পূর্বপাড়ার মোহাম্মদ কালু মিস্ত্রির ছেলে।
উখিয়া থানার ওসি (তদন্ত) জনাব মোঃ নুরুল ইসলাম জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতাল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-