কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ১

চকরিয়া প্রতিনিধি – কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক মোহাম্মাদ রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আবুল হাশেমের ছেলে।

চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, উপজেলার বানিয়াছড়ায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো কক্সবাজার থেকে কুমিল্লায় পাচার করা হচ্ছিল। আটক রাব্বির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছে।

আরও খবর