নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে ৫ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। আটক টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মিমতাজের ছেলে।
সোমবার রাতে পৌরসভার বাসষ্টেশনে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে: মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন।
তিনি বলেন, ইয়াবার একটি চালান পৌরসভার বাসষ্টেশনে লেনদেন করছে, এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবু বক্কর সিদ্দিককে আটক করে। পরে তাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
মির্জা শাহেদ মাহতাব বলেন, ধৃত একজন ইয়াবা ব্যবসায়ী। এর আগেও সে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে। তাকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-