কক্সবাজার থেকে পালিয়ে যাওয়া প্রেমিক জুটি চট্টগ্রামে গ্রেপ্তার

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী

মহেশখালী থানার সাঁড়াশি অভিযানে মহেশখালী থেকে পালিয়ে যাওয়া প্রেমিক জুটি মোহাম্মদ রাসেল ও মানকিন রাখাইন (১৬)কে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পালিয়ে যাওয়া প্রেমিক জুটির প্রেমিক ছোট মহেশখালী ইউপিস্থ দক্ষিণ নলবিলা এলাকার মোহাম্মদ রাসেল ও প্রেমিকা মহেশখালী পৌরসভাস্থ বড় রাখাইন পাড়ার মানকিন রাখাইন (১৬) বলে জানা গেছে। তবে প্রেমিক-প্রেমিকার দুইজনেরই ধর্ম আলাদা আলাদা,প্রেম মানে না ধনী,গরিব,জাত বিজাত, গোত্র,ধর্ম, বর্ণ,ছোট,বড়, সবার উপর মানুষ সত্য।

তবে রাখাইন প্রেমিকার পারিবারিক দাবী তাদের মেয়েকে ছোট মহেশখালী দক্ষিণ নলবিলা এলাকার মোহাম্মদ রাসেল নামে এক যুবক চলতি মাসের ২য় সাপ্তায় বড় রাখাইন পাড়া থেকে অপহরণ করে চট্রগ্রামে নিয়ে যায়,এই ঘটনায় মানকিন রাখাইন (১৬) এর পিতা বাদী হয়ে মোহাম্মদ রাসেলকে প্রধান আসামী করে মহেশখালী থানায় একটি অপহরণ মামলা আদায়ের করেন।

মোহাম্মদ রাসেল ও মানকিন রাখাইন (১৬) বর্তমানে মহেশখালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

অপরদিকে বড় রাখাইন পাড়া এলাকার লোক জন ও রাখাইন নেতারা তাদের মেয়েকে উদ্ধার করায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কর্তব্যরত অফিসার ও পুলিশ সদস্যদের কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর