সিভয়েস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলাকালিন সময়েস্টেডিয়ামে জুয়া খেলায় হাতে নাতে ৫ ভারতীয় নাগরিকসহ১০জনকে আটক করা হয়েছে।গত শনিবার নগরীর জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহীকিংস খেলা চলাকালীন সময়ে তাদের আটক করে জাতীয়গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিসিবি সিকিউরিটির যৌথ ফোর্স।পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮জনকে কারাদন্ডএবং ২ জনকে পৃথকভাবে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানাকরা হয়।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংস খেলাচলাকালীন সময়ে ১নং ভিআইপি গেট এলাকায় প্রকাশ্যেমোবাইলে জুয়া খেলার সময় সন্দেহমূলকভাবে ঠাকুরগাঁওজেলার আব্দুর রহিমকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দাচট্টগ্রাম মেট্রো শাখা।পরে তারই সূত্র ধরে পুলিশ ও বিসিবিসিকিউরিটির সাথে সমন্বয় করে গ্যালারিতে অভিযান পরিচালনাকরে অনলাইনে জুয়া খেলার সময় হাতে নাতে ভারতীয় নাগরিকলাভক্যাশ (২৪), পার্থ কুমার (২৩), হিরণ গোপাল কৃষ্ণ মেহেতী(৩৪), জোবেরী মুদাচ্ছের ইকবাল ভাই (৩২), সামি রফিককে(২৮), আটক করা হয়।একই সময়ে বাংলাদেশি নাগরিক তাহেরউদ্দিন (২২), মহসিন রিফাত (২২), মো. রোমেল (২৬), মো.জাফর ইকবালকে (২৮) আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনেরনির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। তিনি সিভয়েসকে বলেন,তাহের উদ্দীনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং মহসিন,রুমেল, জাফর ইকবাল, সামি রফিক, জোবেরী মুদাচ্ছের ইকবালভাই, হিরণ গোপাল কৃষ্ণকে ৭ দিনের এবং পার্থ কুমারকে ১০দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও আব্দুর রহিমকে ২০হাজার এবং লাভক্যাশকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-