অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল

টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ঝিমংখালী নয়াবাজার এলাকায় এ ঘটনাটি সংগঠিত হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান, রাতে একদল মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। সেখানে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।

তারা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়ন ঝিমংখালী এলাকার ফরিদ আলমের পুত্র দেলোয়ার হোসেন(২৫) একই ইউনিয়ন মিনা বাজার এলাকার সফর আলীর পুত্র মোঃ রফিক আহাম্মদ(৩০)।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে মৃতদেহগুলো ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে প্রেরন করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর