মহেশখালীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

মোহাম্মদ আবু তাহের,মহেশখালী

মহেশখালীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯ পালিত।

পুলিশের প্রচলিত ও আধুনিক সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে, পুলিশ ও জনগনের সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে এই পুলিশ সেবা সপ্তাহ।২৭জানুয়ারী (রবিবার) বেলা ১১ টায় জন সচেতনতে মুলক এক র‍্যালীটি মহেশখালী থানা থেকে বের হয়ে গোরকঘাটা চৌরাস্ত মোড়, আদালত সড়ক প্রদক্ষিণ করে মহেশখালী থানায় শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালীর সার্কেল সিনিয়র এ এস পি রতন কুমার দাশগুপ্ত,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান (বি এ),মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্রধর,ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী সহ মহেশখালী থানার সকল অফিসার,সদস্যগন র‍্যালীতে উপস্থিত ছিলেন।

পুলিশ সেবা এবং জনবান্ধব পুলিশিং সম্পর্কে জনগনকে অবহিত করার জন্য নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে হাটহাজারী মডেল থানা পুলিশের পক্ষ থেকে।

আরও খবর