কক্সবাজারে বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ সিরিজের পর্দা উঠছে আজ

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজারে বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ সিরিজ নিয়ে ট্রফি উন্মোচন হয়েছে। ২৬ জানুয়ারি দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী ও ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক জেমি স্মিথ এ ট্রফি উন্মোচন করেন।

সিরিজে ১টি টি-২০, ৩টি ওয়ানডে ও দুটি ৪ দিনের ম্যাচ রয়েছে। তার মধ্যে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১টি টি-২০ ও ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ৪ দিনের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আজ রবিবার বেলা ১১টায় সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। দু’দলের অধিনায়ক জয়ী হবার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংএ।

আরও খবর