গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
গত ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ট,শান্তি পরিবেশে বিপুল ভোটে নৌকার মাঝির বিজয় সু-নিশ্চিত করায় টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রীর জন্য দোয়া মাহফিল ও শুকরিয়া সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত শোকরানা সভায় সভাপতিত্ব করেন,টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ শফিক সাহেব। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন আলেম মাওলানা হাফিজুর রহমান সাহেব (কুয়াকাঠা)বরিশাল।
দোয়া ও শোকরানা সভার শুরুতেই বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেন,মাদক পাচার প্রতিরোধ ও মাদকের করাল গ্রাস থেকে দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য,সরকার এখন হাড লাইনে আছে। টেকনাফসহ সারা দেশের যুব সমাজকে ইয়াবার আগ্রাসন থেকে মুক্তি করার জন্য সরকার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দিনরাত চেষ্টা করে যাচ্ছে। অথচ মাদক পাচার প্রতিরোধে প্রসাশন যত কঠোর হচ্ছে ততই ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। তাই এই টেকনাফকে মাদকমুক্ত করার জন্য অত্র এলাকার আলেম সমাজকেও ভুমিকা পালন করতে হবে। কারন টেকনাফবাসীর মাথার উপর দীর্ঘদিনের একটা কলংক সেটা হচ্ছে ইয়াবা। এই মরননেশা ইয়াবার কারণে টেকনাফের অনেক মা,বাবা,ভাই,বোন স্বামীহারা, সন্তান হারা,ও ছেলে হারা হয়ে গেছে।
তিনি মাদক পাচারে জড়িত অপরাধীদের কাছ থেকে দ্বীনি প্রতিষ্টান মসজিদ,মাদ্রাসার জন্য গরু, ছাগল ও নগদ টাকা গ্রহন না করার জন্য আলেম সমাজের প্রতি অনুরোধ জানান।
আসুন অত্র এলাকায় মাদক পাচারে যারা এখনো জড়িত ইয়াবা সমাজ থেকে তাদের প্রতি আমরা ধিক্কার জানায়। পাশাপাশি টেকনাফ উপজেলার আনাচে কানাছে যে সমস্ত ইয়াবা পাচারকারী এখনো তাদের অবৈধ অপকর্মে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের তালিকা প্রশাসনকে দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে শপথ করি পর্যটন নগরী এই টেকনাফকে ইয়াবার আগ্রসন থেকে মুক্ত করব। এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। সকলে মিলেমিশে অত্র এলাকার মাদক কারবারীদের ধরিয়ে দেওয়ার জন্য আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করি। আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যে কোন প্রকারে ইয়াবার বদনাম থেকে উখিয়া-টেকনাফবাসীকে মুক্ত করতে পারি।
সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্টু পরিবেশে নির্বাচন সম্পন্ন ও বিপুল ভোটের ব্যবধানে নৌকার মাঝিকে বিজয়ী করার জন্য নির্বাচন চলাকালীন দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিল ও শোকরানা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সাবেক এমপি টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ,ভাইচ চেয়ারম্যান মো. রফিক উদ্দীন ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, মৌলভী ফরিদসহসহ আরো অনেকে। শোকরানা সভা শেষে প্রধান অতিথি আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন আলেম মাওলানা হাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধি, দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া করেন।
পাশাপাশি টেকনাফবাসী মাথার উপর দীর্ঘদিনের বদনাম মরননেশা ইয়াবার করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পাক দরবারে দোয়া প্রার্থনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-