গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফে মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় অংশ হিসাবে ২৬ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় টেকনাফ র্যাব সদস্যদের অভিযানে ৪,৭০০ পিছ ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ১লক্ষ,৬৭ হাজার টাকাসহ টেকনাফ পৌরসভা ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মোঃ আলীর পুত্র ইয়াবা পাচারকারী মোঃ সাইফুল ইসলাম(২৭)আটক।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেন,র্যাব-৭ টেকনাফ শাখার ষ্টেশন কমান্ডার শাহেদ মির্জা মাহতাব।
তিনি আরো বলেন গ্রেফতারকৃত সাইফুল দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক পাচারকারী চক্রের সাথে জড়িত ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-