মুহিবুল্লাহ মুহিব :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মিজানুর রহমান (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দশজন আহত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে রামু বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান মাদারীপুরের পশ্চিম দৌতখালী এলাকার নুর মোল্লার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-