বিশেষ প্রতিবেদক:
১২০ দিনে পুরো কুরআন শরীফ মুখস্ত করে (হাফেজ হয়ে) মেধার স্বক্ষর রেখেছে ৯ বছরের এতিম শিশু আব্দুর রহীম।হাফেজ আব্দুর রহীম (৯) পিতা মৃত নুরুল আজিম। গ্রাম মধ্যম হ্নীলা টেকনাফ। তার পিতা নুরুল আজিম মারা যাওয়ার পর তার মা ফাতেমা বেগমের অন্যঘরে বিয়ে হয়ে যায়।এতিম আব্দুর রহীম বেড়ে উঠে দাদা ইউছুপ ও দাদী সারা খাতুনের তত্ত্বাবধানে। গত আড়াই বছর আগে কক্সবাজার খানাকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজ খানায় ভর্তি হয়। গত ৪ বছর আগে মালয়শিয়া যাওয়ার সময় বোট ডুবে মারা যায় তার বাবা নুরুল আজিম।২ ভাই ২ বোনের মধ্যে ৩য় মেধাবী আব্দুর রহীম ১২০ দিনে (৪ মাসে) কুরআনে হাফেজ হয়ে তাক লাগিয়ে দেয়।
তার শিক্ষক হাফেজ নাজমুল কামাল জানান, এতিম শিশু আব্দুর রহীম খুবই মেধাবী। এক বৈঠকেই সে পুরো কুরআন শরীফ শুনিয়েছে।তিনি আরো বলেন, মেধাবী এই এতিম শিশুটির ভবিষ্যৎ পড়া লেখা চালিয়ে যাওয়ার বিষয়টি অনিশ্চিত। এতিম খানার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা অব্যাহত রেখেছে কর্তপক্ষ।এতিম শিশু হাফেজ আব্দুর রহীম ভবিষ্যতে খতীব বা ইসলামের একজন দায়ী হতে চায়। তার ভবিষ্যৎ পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য আব্দুর রহীম বিত্তবান ও শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করছে।
এ প্রসঙ্গে এতিম খানার তত্ত্ববধায়ক সাবেক ব্যাংকার সালাহ উদ্দিন আহমদ জানান, কক্সবাজার খানাকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজ খানাটি গারাঙ্গিয়ার হুজুর মাওলানা মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।এতিম শিশু আব্দুর রহীমের পড়ালেখার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আছে। তবে কোন শিক্ষানুরাগী বিত্ত্ববান ব্যক্তি তার পড়ালেখার সহযোগিতায় এগিয়ে এলে আমরা স্বাগত জানাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-