বাংলা ট্রিবিউন : নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত বলে মন্তব্য করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংহি লি। তিনি বলেন, ‘মিয়ানমার রাখাইনে এখনও সহায়ক পরিবেশ তৈরি করেনি এবং এর ফলে সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার অবস্থা নেই। শুধু তাই না সেখানে অবশিষ্ট যে রোহিঙ্গারা আছে, তাদেরকেও বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে মিয়ানমার সরকার।’
এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের পর শুক্রবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রশংসা করে ইয়াংহি লি বলেন, ‘আমি ভাসানচর পরিদর্শন করেছি। সেখানে অনেক অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে আমি মনে করি সেখানে দ্রুততার সঙ্গে রোহিঙ্গা পাঠালে সমস্যা আরও বাড়তে পারে।’
জাতিসংঘের নিন্দা করে ইয়াংহি লি বলেন, ‘তাদের চোখের সামনে এই ধরনের নির্মম ঘটনা ঘটছে এবং তারা কিছু করছে না।’ আমরা যদি নিরাপত্তা পরিষদের জন্য অপেক্ষা করি, তবে হয়তো কোনও ফল পাবো না বলে উল্লেখ করেন তিনি।
সৌদি আরব ও ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এটি উদ্বেগজনক।’
রোহিঙ্গাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের দায়বদ্ধতার বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এর জন্য একটি এডহক ভিত্তিতে কোর্ট করা যেতে পারে।’
মিয়ানমারে বর্তমান পরিস্থিতি দেখে সেখানে গণতন্ত্র আছে এমন বলার কোনও কারণ নেই উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘বর্তমানের বেসামরিক সরকার আগের সামরিক সরকারের কার্যকলাপ ধারাবাহিকভাবে অনুসরণ করছে।’
রোহিঙ্গা সমস্যার শুরু হয়েছে মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করা। নয়তো এই অঞ্চলে সমস্যা তৈরি হতে পারে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-