সাপুড়ে সেজে ইয়াবা পাচার করছিলেন তিনি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সাপুড়ে সেজে ইয়াবা পাচারের সময় মো. আবুল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার  সৈন্ন্যারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়।  তিনি ঢাকার সাভারের কাঞ্চনপুর এলাকার বেদে পাড়ার আনু মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, সাপ রাখার বাক্সে ৫ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেনকে আটক করা হয়েছে। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি সাপুড়ে সেজেছিলেন।

আরও খবর