মোঃ সাইদুজ্জামান সাঈদ :
রামু উপজেলা ইউএনও মো: লুৎফুর রহমান স্যার এর মহান উদারতায় একজন মানসিক আক্রান্ত (পাগলীর) মেয়ে রেশমাকে স্কুলের ড্রেস, বই, ব্যাগ, জুতা, মোজা,গেন্জি, টিফিন বক্স,পানির পাত্র ও ভর্তিসহ সমস্ত কিছুর ব্যবস্হা করে দিলেন নিজ উদ্বোগে।
রামুর এক দরিদ্র মেধাবী শিক্ষার্থী রেশমাকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন, বড় হয়ে কিছু হওয়ার। চলছিল, স্বপ্ন পুরণের প্রত্যয় নিয়ে স্বাচ্ছন্দ্যে পথ চলা। কিন্তু সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, দিন,রামু এক পাগলি মায়ের সন্তান ক্ষুদ্র কোন আয় নেই,স্থবির হয়ে পড়ে যাচ্ছে পুরোপুরি নেভার আগেই তার অভিভাবক বাবার দায়িত্ব নিলেন রামু উপজেলা ইউএন মোঃলুৎফুর রহমান।
রেশমা অবস্থা তুলে ধরে ঝরে পড়া রোধে কাজ করা ইউএনও এর কাছে। ইএসডিও মোঃ লুৎফুর রহমান ছোটে যায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী রেশমা পরিবারের কাছে। তার মায়ের সাথে আলোচনা করে তাকে লেখাপড়ায় মনোযোগ ও উদ্বুদ্ধ করে, শিক্ষা উপকরণ প্রদান করে এবং রামুর উপজেলা ইউএনও থেকে খাতা-কলমসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রতি মাসে দেওয়ার আশ্বাস দেয়।
এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চাই থোয়াইহলা চৌধুরী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-