কক্সবাজারে মোটরসাইকেল ধাক্কায় নিহত-১

মাসেদুল হক আরমান :
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে পানিস্যাঘোনা এলাকায় মোটরসাইকেল ধাক্কায় মুহাম্মদ মুক্তার আহম্মদ নামের ১ ব্যাক্তি নিহত হয়েছেন।

সে রেনুরকুল এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র। ২৪ জানুয়ারী বিকাল ২ টায় জোহরের নামাজ শেষ করে রাস্তাপার হওয়ার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় এ তিনি মাটিতে পড়ে যায়।

স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুয়াদ আল খতীব হাসপাতালে নিয়ে গেল ওখানে তাহার মৃত্যু হয়। পরে ঘাতক মটর সাইকলে চালক বাইশারী এলাকার মোঃ ইসমাইলের ছেলে মোঃ শাহিন কে এলাকাবাসীর সহযোগিতায় ঈদগড় ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম আটক করে।

এ রিপোর্ট লেখাকালীন সময়ে পুলিশ হেফাজতে রয়েছে। ঈদগড় ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম জানান – এ বিষয়ে কোন মামলা হয়নি তবে স্হানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। নিহত মুক্তার আহম্মদের দুই মেয়ে ৩ ছেলে রয়েছে বাবার মৃত্যুতে তাহারা খুব অসহায় হয়ে পড়ল।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও খবর