চট্টগ্রাম – চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইয়াছিন (২০), জসিম উদ্দিন (২৮), শফিউল আলম (২৪), মো. শরিয়তুল্লাহ ওরফে সাব্বির আহম্মদ ওরফে সোর্স ছাব্বির (৩৮)। ওরা চারজনই ইয়াবা কারবারি চক্রের সদস্য।
সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন তার ফেসবুকে এক পোস্ট দিয়ে এ খবর জানান।
ওই পোস্টে তিনি লেখেন, টেকনাফ থেকে কম দামে নিয়ে কুমিল্লায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চার যুবক ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে নগরের নিউ মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের মধ্যে শরিয়তুল্লার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-