‘প্রবাসীদের ভোটার করতে চালু হচ্ছে রেজিস্ট্রেশন’

ডেস্ক রিপোর্ট – প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন সেজন্য অচিরেই একটি পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার দিল্লিতে একটি সেমিনারে এ কথা জানান তিনি।

ভারতের দিল্লিতে ‘মেকিং আওয়ার ইলেকশনস মোর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল’ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে সিইসি নূরুল হুদা ভারত সফরে গিয়েছেন। দুদিনব্যাপী এই সেমিনারের আয়োজক ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন।

ওই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নূরুল হুদা প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম’র কথা জানান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তুলে ধরেন এই সিস্টেমের নানাদিক। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, নতুন সিস্টেমের আওতায় সেসব দেশে ‘বাংলাদেশের নির্বাচন বিশেষ কার্যালয়’ চালু করা হবে বলেও তিনি জানান।

এই ভোটার রেজিস্ট্রেশন অফিস চালু করা হবে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য (ব্রিটেন), যুক্তরাষ্ট্র (আমেরিকা), ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশে।

আরও খবর