গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৪ জানুয়ারী ভোররাত আড়াই টারদিকে সাবরাং মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ ঘটনা হয়।
র্যাব টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব কক্সবাজার জার্নালকে জানান, মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে র্যাব টেকনাফ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারী ও র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন-২, দেশীয় এলজি-১,তাজা কার্তুজ ৪টি,৬ রাউন্ড খালী গুলির খোসা, ৫০ হাজার ইয়াবা ও ৩০ এবং ৩৫ বছরের অজ্ঞাত ২টি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। এরপর দেহ ২টি টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-