নারকেলে পানি নেই, আছে শুধু ইয়াবা!

ডেস্ক রিপোর্ট – চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নারকেলের ভিতর বিশেষ কায়দায় লুকানো ১হাজার ৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এক মাদক পাচাকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল রবিবার রাত আড়াইটার দিকে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোন এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামী রাকিব হোসেন বাবু (৩০), লক্ষীপুরের মৃত আবু তাহেরের পুত্র।

মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, রাতে জেলা পরিষদ মার্কেটের সামনে ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে রাকিব হোসেনকে আটক এবং তার হেফাজতে থাকা নারিকেলের ভেতরে কৌশলে লুকানো ১৬শ ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও খবর