কক্সবাজার জার্নাল ডটকম :
উখিয়ার সীমান্তবর্তী এলাকা ঘুমধুমে পাওনা টাকা চাইতে গিয়ে ইয়াবা কারবারির ছুরিকাঘাতে তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোছনের ছেলে ফরিদ আলম (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে তুমব্রু উত্তর পাড়া জাগির হোছনের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
ঘুমধুম পুলিশ উখিয়া হাসপাতাল থেকে ঘাতক তুমব্রু উত্তরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) কে আটক করেছে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলে মারা যায়। তিনি জানান, এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-