আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় র্যাব-৭ অভিযান চালিয়ে ১৭কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
জানা যায়, রবিবার রাতে র্যাব-৭ টেকনাফ-ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলা হাজাম রোড এলাকার রাস্তা উপরে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদে অভিযান পরিচালনা করে ১৭কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাদক বিক্রির ৩২হাজার ৬শ’টাকাসহ একটি মোবাইল সেট পাওয়া যায়।
আটককৃত হচ্ছেন,মিয়ানমারের নাগরিক,ইমাম হোসেন(৬০),নুর বেগম (৪০), ও মোঃ আয়ুব ( ৩৬)।
উদ্ধারকৃত গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-