২৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম – নগরীর পাহাড়তলীর এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩’শ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৮) ও জুথি বেগম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে এ কে খান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক মো.কামাল হোসেন নগরীর আহমাদিয়া আলীয়া মাদ্রাসা এলাকার পূর্ব রাস্তির বেপারি বাড়ির কালাচান বেপারির পুত্র ও জুথি বেগম মাদারীপুর জেলার সদর থানার নয়ারচর গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩’শ পিস ইয়াবাসহ মো.কামাল হোসেন ও জুথি বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

আরও খবর