উখিয়ায় দু’টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রীপরিষদ সচিব

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

তিনকোটি নব্বই লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উখিয়া উপজেলার রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন চার তলা ভবন ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্হাপন করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোঃ শফিউল আলম।

রোববার ২০ জানুয়ারি সকলে অনুষ্ঠিত এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিস বুলবুল আক্তার, কক্সবাজার জোনের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা, উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম প্রমুখ। মন্ত্রীপরিষদ সচিব অনুষ্ঠানস্থলে পৌঁছালে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-কক্সবাজার জোনের অধীনে উন্নয়ন কাজ দু’টি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও খবর