গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল ডটকম :
টেকনাফে বিজিবির হাতে ইয়াবাসহ আটক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে অভিযানে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছে। ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও খোসা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ২০ জানুয়ারী রাত ২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নে কর্মরত নায়েক হাবিল উদ্দিনের নেতৃত্বে বিজিবি-পুলিশের পৃথক দু’টি টহল দল ইয়াবাসহ আটক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী পৌর এলাকার উত্তর জালিয়া পাড়ার মৃত জাকির হোসেনের পুত্র মোস্তাক আহমদ মুছুকে নিয়ে তার আস্তানায় অভিযানে গেলে তার গ্রæপের লোকজন পুলিশ-বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য সিপাহী আব্দুল আউয়াল (২৪), ল্যান্সনায়েক আব্দুল আলিম (২৮) ও পুলিশ সদস্য আল আমিন (২১) আহত হলে সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে পুলিশ-বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। এই ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় মুছুসহ ১০ হাজার ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র ও খোসা উদ্ধার করে।
মুছুকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী, এই মাদক বিরোধী অভিযান, বন্দুক যুদ্ধ এবং চিকিৎসাধীন অবস্থায় মুছু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-