শাহিদ মোস্তফা শাহিদ, সদর :
সদ্য নবজাতক নাতীর মৃতদেহ দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করল দাদী! এ ঘটনায় একই পরিবারের ৫ সদস্যসহ আহত হয়েছে আরো কয়েকজন শিশু। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী জুমাবার বেলা ১১ টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোকখালী মধ্যম নাইক্ষ্যংডিয়া এলাকায়। নিহত নুর আয়েশা বেগম (৭০) একই এলাকার মৃত আলতাজ আহমদের স্ত্রী বলে জানা গেছে।
আহতরা হল মৃত আলতাজের ছেলে নুরুল আলম, বদি আলমের স্ত্রী রোজিনা আক্তার, মোহাম্মদ আলমের স্ত্রী মরিয়ম বেগম,মৃত ইসমাঈলের ছেলে রশিদা বেগম, মৃত আলতাজ আহমদের মেয়ে রাবিয়া বেগম। শিশুদের নাম জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নুর আয়েশা বেগমের এক ছেলে পার্শ্ববর্তী খুটাখালীতে বসাবাস করে।ঐ ছেলের স্ত্রী’র প্রসব বেদনা শুরু হলে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে।সেখানে রাতেই জন্ম নেয় এক নবজাতক। একই দিন সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।এমন খবর পেয়ে নিহত নুর আয়েশা বেগমসহ অন্যান্যরা মৃত নাতীকে দেখতে ইজিবাইক (টমটম) যোগে ঈদগাঁওস্থ একটি বেসরকারি হাসপাতালে দেখতে যাচ্ছিল।প্রতিমধ্যে নাইক্ষ্যংডিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি পৌছলে টমটম চালক বেপরোয়া গতিতে চালালে গাড়ীটি সড়কের পাশে পরিত্যক্ত একটি পুকুরে পড়ে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার পূর্বক হাসপাতালে প্রেরণ করে। এসময় কর্তব্যরত চিকিৎসক নুর আয়েশাকে মৃত ঘোষণা করে।অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নুর আয়েশা বেগমকে দাফন করা হয়েছে। আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।দুই জনের অবস্থা আশংকা জনক হওয়ায় ডুলহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-