সৌদি কারাগারে রোহিঙ্গাদের অনশন

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে সৌদি আরবের একটি কারাগারে রোহিঙ্গা বন্দিরা অনশন শুরু করেছেন।গতকাল বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্দীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত মাসে জেদ্দায় অবস্থিত সুমাইছি কারাগার থেকে বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। এ পরিস্থিতি ঠেকাতে রোহিঙ্গা মুসলমানরা কারাগারে অনশন করছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গা বন্দিরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছেন।

কারাগার থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনশনকারী রোহিঙ্গা বন্দীরা তাদের জন্য বরাদ্দ প্রতিদিনের খাবার খেতে চাইছেন না। তাদের ফেরত দেওয়া খাবার মেঝেতে পড়ে আছে।

এক রোহিঙ্গা বন্দী জানিয়েছেন, হোয়াটসঅ্যাপসহ বার্তাবহ অন্যান্য অ্যাপের সাহায্যে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে অনশন কর্মসূচি সংগঠিত করেছেন। অনশন শুরু করার পর তাদের কর্মসূচিতে ধীরে ধীরে লোকসংখ্যা বাড়ছে। অনশনে অংশ নেওয়া এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সৌদি আরবে গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গা বন্দিরা অনশন করছেন।

আরও খবর