ঘুমধুমে আম্রকাননে জমকালো আয়োজনে ‘চট্টলা বাংলা ডটকম’র প্রথম প্রতিনিধি সভা অনুষ্ঠিত

“বাংলা মাটির উন্নয়ন অগ্রগতিতে”শ্লোগান নিয়ে দেশবিদেশের টাটকা খবর প্রচার প্রসারে থাকা দক্ষিণ চট্রগ্রামের অনলাইন নিউজ পোর্টাল “চট্রলা বাংলা ডটকম”এর প্রতিনিধি সভা জমকালো অায়োজনে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় ঘুমধুমস্থ ইয়াহিয়া আম্রকানন বিশ্রামাগারে বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রলা ডটকম এর সম্পাদক শ.ম.গফুর।নির্বাহী সম্পাদক আজিজুল হক রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রলা বাংলা ডটকম এর প্রধান উপদেশক বিশিষ্ট আইনজীবি এড.সাইফুদ্দিন খালেদ।বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর উখিয়া প্রতিনিধি শফিক আজাদ,ইয়াহিয়া গার্ডেন এর ম্যানেজার এম.ছৈয়দ আলম,কক্সবাজার জার্নাল এর নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ,শ্রমিক নেতা ঝুলন কান্তি দে,কক্সটিভির নির্বাহী পরিচালক শফিউল শাহীন,এনজিও সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এর প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান,
কোডেক এর টেকনিক্যাল অফিসার লুৎফুর রহমান,উখিয়ার ব্যবসায়ী আবদুর রহিম সওদাগর,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো:সোহেল রানা,সহসভাপতি খাইরুল বশর,ঘুমধুম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুল বশর মিজান, সাহিত্যিক কামরুল হাসান শিমুল প্রমুখ।চট্রলা বাংলা ডটকম সংশ্লিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন এম সালাহ উদ্দিন আকাশ,তানবীর শাহরিয়ার,কায়সার হামিদ মানিক,
এইচকে রফিক উদ্দিন,কামরান পাশা, সহকারী বার্তা সম্পাদক জিশানুল হক,মহেশখালীস্থ স্টাফ রিপোর্টার গাজী আবুতাহের,প্রতিনিধি সরওয়ার কামাল,ঈদগাঁও প্রতিনিধি জিশান, টেকনাফ প্রতিনিধি ইয়াছিন আরাফাত,ঘুমধুম
প্রতিনিধি শেখ সাহাব উদ্দিন,সীমান্ত
প্রতিনিধি শাহজালাল বাদল,ক্রীড়া প্রতিনিধি নোমান খান সহ প্রতিনিধিরা।

সংবাদ মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারে যাত্রা শুরু করেছে।তেমনি অনলাইন নিউজ পোর্টাল সংবাদকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে এ সংবাদ মাধ্যমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টলা বাংলা ডটকম’র প্রধান উপদেশক এড. সাইফুদ্দিন খালেদ বলেন, বস্তুনিষ্ঠ ও বৈচিত্রময় সংবাদ পরিবেশনে চট্টলা বাংলা ডটকম মানসম্মত সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে দেশসেরা একটি মিডিয়া হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা করেন।

সম্পাদক শ.ম.গফুর বলেন,অতিদ্রুত সময়ে সত্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করবে পত্রিকাটি। বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমের জগতে মূলধারার নিউজ পোর্টাল হিসেবে এটি পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে বলে আশা করেন তিনি। এ সময় নির্বাহী সম্পাদক অাজিজুল হক বলেন, সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় পত্রিকার ভিত্তি। অনলাইন সংবাদমাধ্যমের এ যুগে চট্টলা বাংলা পোর্টালের মাধ্যমে বস্তুনিষ্ঠ উপস্থাপনই পাঠকদের সচেতন করাই আমাদের প্রত্যাশা।প্রসংগত:চট্রলা বাংলা ডটকমের সার্বিক ব্যবস্থাপনার দায়ীত্নে রয়েছেন ছৈয়দুল বশর।অনুষ্ঠানে অতিথি এবং সংবাদকর্মীদের পুরস্কার প্রদানের মাধ্যমে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

আরও খবর