কক্সবাজারে হাজতির পাকস্থলি থেকে ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ শাহজালাল ওরফে আব্দুইয়া (১৯) নামের এক হাজতির পাকস্থলিতে মিলেছে ইয়াবা। উদ্ধার হওয়া চারটি ছোট পোটলায় মোট ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কারাগারের অভ্যন্তরে হাজতির পাকস্থলিতে ২০০ পিচ ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, আসামির গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পাকস্থলি হতে চারটি পোটলায় প্রতি পোটলায় ৫০টি করে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল বুধবার (১৬ জানুয়ারি) উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় শাহজালালকে কারাগারে পাঠায় আদালত। শাহজালালের বাড়ি টেকনাফ উপজেলায় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগারের জেল সুপার জানান বজলুর রশীদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

আরও খবর