অনলাইন ডেস্ক – সংযুক্ত আরব আমিরাতে এক কেজি স্বর্ণ জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হীরা আলী। আল আনসারি এক্সচেঞ্জের উইন্টার প্লাটফর্ম ২০১৮ এর অংশ হিসেবে তিনি এই স্বর্ণ জিতেন।
দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলেক্ট্রনিক ড্রয়ের মাধ্যমে তিনি চূড়ান্তভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হন। এর আগে চূড়ান্ত তালিকায় তার নাম ছিল। তাছাড়া ভারতীয় এক প্রবাসী একটি বাড়ি জিতেছেন। আরও আট ব্যক্তি ৮০ হাজার দিরহাম পুরস্কার হিসেবে পেয়েছেন।
গেল বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আল আনসারি এক্সচেঞ্জের এই উইন্টার প্লাটফর্মটির ক্যাম্পেইনটি চলে। শারজায় অবস্থিত আল আনসারি একচেঞ্জ ক্লক টাওয়ার থেকে টিকিটটি কেনেন মোহাম্মদ হীরা আলি। ড্র অনুষ্ঠিত হলে তিনি এক কেজি স্বর্ণ জয়ী হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-