কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের টেকনাফে বুধবার দুপুরে পাঁচ হাজার ৯১০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
আটক নুর আহমেদ রামু থানার দক্ষিণ খুনিয়া পালংয়ের হাবিবুল্লাহর ছেলে।
র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি শাহআলম বলেন, উপজেলার সদর ইউপির বরইতলিতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি সিএনজি তল্লাশি করে পাঁচ হাজার ৯১০টি ইয়াবাসহ চালককে আটক করা হয়।
এএসপি শাহআলম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ২৯ লাখ ৫৫ হাজার টাকা। আটক নুর আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-