মুহাম্মদ হিজবুল্লাহ, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে পড়ে সাকেরা বেগম (৩৫) নামের দুই সন্তানের জননী পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) দুুপুর ১টা পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকেরা বেগম একই এলাকার মোঃ অাজিমের স্ত্রী।
ঘটনার সত্যেতা নিশ্চিত করে নিহতের ভাই মিনহাজ উদ্দিন বলেন, মর্মান্তিক মৃত্যুর শিকার সাকেরা বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন। দুপুরে সে পুকুরে গোসল করতে গেলে হঠাৎ তার রোগটি বেড়ে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া বলেন, পুকুরে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বিষয়টি এখনো কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখতেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-