এমপি কমল কন্যা লাবিবা সরওয়ার হার্ভার্ড বিশ্বব্যিালয়ে যাচ্ছে

নীতিশ বড়ুয়া, রামু :

হার্ভার্ড মডেল জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও সৈয়া সেলিনা সরওয়ারের কন্যা লাবিবা সরওয়ার আমেরিকার বোষ্টনে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্বব্যিালয়ে যাচ্ছে।

চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষার্থী লাবিবা সাবেক সাংস ও রাষ্ট্রুত আলহাজ্ব মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী ও মরহুমা রওশন সরওয়ার এবং বিশিষ্ট শিল্পপতি, মরহুম সৈয়দ মোঃ শফি ও সৈয়া আয়েশা খাতুনের নাতনি। সে আগামী ২১ জানুয়ারী আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হবে। ২৩ জানুয়ারী থেকে শুরু হওয়া আট দিনের এ সম্মেলনে বিষয়বস্তু হচ্ছে- “ঐতিহাসিক সাধারণ পরিষরে কমিটি ঃ এজেন্ডা সম্পর্কিত ১৯৭৯ সালের নন এলাইনমেন্ট আন্দোলন”। লাবিবা উক্ত সম্মেলনে নন এলাইনমেন্ট আন্দোলনের ৬টি শীর্ষ সম্মেলনে১৯৭৯ নিয়ে বক্তব্য রাখবে। ১২ জন শির্ক্ষাীর প্রতিনিধি সদস্য হয়ে লাবিবা আমেরিকা যাচ্ছে। প্রতিনিধি ল নিউইয়র্ক, বোষ্টন ও ওয়াশিংটন সফর করবে। সে ইতি পূর্বে দুবাইতে অনুষ্ঠিত মডেল ইউনাইটেড ন্যাশনাল কনভেনশনে ফ্রান্সের প্রতিনিধি হয়ে যোগ দিয়েছিল। লাবিবা সকলের দোয়া কামনা করেছে।

আরও খবর