ডেস্ক রিপোর্ট- হিঙ্গাদের ফেরাতে নতুন কৌশল নেওয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা এখন রোহিঙ্গাদের ফেরাতে নতুনভাবে কার্যক্রম শুরু করতে চাই। এ সমস্যা সমাধানে অনেক কাঠখড় পোড়াতে হবে।
সোমবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা আমাদের জন্য একটি সিরিয়াস ইস্যু। খুব সহজেই এ সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। সমস্যা সমাধানে অনেক কাঠখড়ি পোড়াতে হবে।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ফেরাতে যে নতুন চুক্তি হয়েছে চুক্তির বিস্তারিত এখনো আমার জানতে বাকি রয়েছে। তারপর এ বিষয়ে পদক্ষেপ নেবো।
অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারত থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই প্রথমে ভারতেই যেতে চাইছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-