কক্সবাজারে ইয়াবাসহ আটক-৩

বিশেষ প্রতিবেদক – কক্সবাজার সদর উপজেলা পশ্চিম লাহারপাড়া এলাকায় র‌্যাবের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একই এলাকার সাকিন মুক্তার বহদ্দারের বাড়ি থেকে তিন মাদক কারবারী ৯ হাজার ৫০ পিচ ইয়াবাসহ আটক হয়।

১২ জানুয়ারী বিকেল ৩ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটকৃতরা হলেন, উখিয়া থানার চোয়াংখালী এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আবুল বাশার (২৫)। একই এলাকার মোঃ আমির আলী সিকদারের ছেলে বর্তমানে কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মোঃ ইসলাম (৪৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪০)।

র‌্যাবের সূত্রে জানা যায়, পশ্চিম লাহারপাড়া এলাকার সাকিন মুক্তার বহদ্দারের বাড়িতে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এশটি টিম সেখানে অভিযান চালায়।

অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্বামী-স্ত্রী সহ তিন জন মাদক কারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেহ তল্লাশী করে মোট ৯,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা বলে ধারনা করা হয়।

আরও খবর