পেকুয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় কামাল হোসেন নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১১জানুয়ারি) বিকেলে উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলামা ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কামাল হোসেন একই এলাকার এনায়েত আলীর ছেলে।

উপ পরিদর্শক ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার কামাল হোসেনের বিরুদ্ধে শিলখালী ইউনিয়নের মিয়া জানের বাড়িতে ডাকাতি ও তার স্ত্রী মোবারকা বেগমকে হত্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, (শনিবার) গ্রেপ্তার কামাল হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও খবর